৭৯তম ভারতের স্বাধীনতা দিবস সামনে রেখে ,ঢাকা বাড়ী উচ্চ বিদ্যালয়ে "হর ঘর তিরঙ্গাঁ "শোভাযাত্রা রেলি -------------------- বিশালগড় প্রতিনিধি,১২ আগষ্ট, মঙ্গলবার। ৭৯ তম ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে, মঙ্গলবার দুপুর বেলা ০১ ঘটিকায়,বিশালগড় মহকুমা অন্তগর্ত ঢাকা বাড়ী উচ্চ বিদ্যালয়ে তরফে ৭৯ তম ভারতের স্বাধীনতা দিবস কার্যক্রম অংশ হিসাবে সকলে মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে "হর ঘর তিরঙ্গাঁ" শোভাযাত্রা পথ রেলি আয়োজন করা হয়।আজকের শোভাযাত্রা পথ রেলিতে উপস্হিত ছিলেন,ঢাকা বাড়ী উচ্চ বিদ্যালয়ে এস এম সি ইস্কুল কমিটির চেয়ারম্যান রমেন্ড সিংহ, ইস্কুল কমিটি ভাইস প্রেসিডেন্ট ভিবাস সিংহসহ, ঢাকা বাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র -ছাত্রীবৃন্দ। হর ঘর তিরঙ্গাঁ শোভাযাত্রা পথ রেলি ইস্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বাড়ী বাড়ী গিয়ে , অবিভাবকের হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেন ছাত্র -ছাত্রী ও ইস্কুলে শিক্ষক- শিক্ষিকা পক্ষ থেকে।আজকে "হর ঘর তিরঙ্গাঁ " শোভাযাত্রা পথ রেলি ইস্কুলে এস এম সি কমিটি চেয়ারম্যান বলেন, আগামী ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতা সামনে রেখে এই এই হর ঘর তিরঙ্গাঁ শোভাযাত্রা কর্মসূচী।পরে দেশের স্বাধীনতা প্রেক্ষাবট তুলে ধরে বলেন,আগামী প্রজন্মের মধ্যে স্বাধীনতা চেতনা ও দেশপ্রেম জাগ্রত করা ও স্বাধীন দিবসে তাৎপর্য তুলে ধরেন।
৭৯তম ভারতের স্বাধীনতা দিবস সামনে রেখে ,ঢাকা বাড়ী উচ্চ বিদ্যালয়ে "হর ঘর তিরঙ্গাঁ "শোভাযাত্রা রেলি -------------------- বিশালগড় প্রতিনিধি,১২ আগষ্ট, মঙ্গলবার। ৭৯ তম ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে, মঙ্গলবার দুপুর বেলা ০১ ঘটিকায়,বিশালগড় মহকুমা অন্তগর্ত ঢাকা বাড়ী উচ্চ বিদ্যালয়ে তরফে ৭৯ তম ভারতের স্বাধীনতা দিবস কার্যক্রম অংশ হিসাবে সকলে মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে "হর ঘর তিরঙ্গাঁ" শোভাযাত্রা পথ রেলি আয়োজন করা হয়।আজকের শোভাযাত্রা পথ রেলিতে উপস্হিত ছিলেন,ঢাকা বাড়ী উচ্চ বিদ্যালয়ে এস এম সি ইস্কুল কমিটির চেয়ারম্যান রমেন্ড সিংহ, ইস্কুল কমিটি ভাইস প্রেসিডেন্ট ভিবাস সিংহসহ, ঢাকা বাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র -ছাত্রীবৃন্দ। হর ঘর তিরঙ্গাঁ শোভাযাত্রা পথ রেলি ইস্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বাড়ী বাড়ী গিয়ে , অবিভাবকের হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেন ছাত্র -ছাত্রী ও ইস্কুলে শিক্ষক- শিক্ষিকা পক্ষ থেকে।আজকে "হর ঘর তিরঙ্গাঁ " শোভাযাত্রা পথ রেলি ইস্কুলে এস এম সি কমিটি চেয়ারম্যান বলেন, আগামী ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতা সামনে রেখে এই এই হর ঘর তিরঙ্গাঁ শোভাযাত্রা কর্মসূচী।পরে দেশের স্বাধীনতা প্রেক্ষাবট তুলে ধরে বলেন,আগামী প্রজন্মের মধ্যে স্বাধীনতা চেতনা ও দেশপ্রেম জাগ্রত করা ও স্বাধীন দিবসে তাৎপর্য তুলে ধরেন।
- # রোমান স্ক্রিপ্টের দাবিতে বিশাল মশাল মিছিল ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি এবং পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ বাজারে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।1
- Post by Gouranga Majumder1
- ধর্মনগর ডেলিভারি বয় প্রসেনজিৎ কাণ্ডে গ্রেফতার হওয়া তিনজন নিয়ে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রতিক্রিয়া।1
- বলাগড় থানার খামারগাছি থেকে জিরাট যাওয়ার পথে নতুন টোল প্লাজা এর কাছে রাস্তা বেহাল! রাতেরবেলা যান চালকেরা হচ্ছেন নাকাল!!1
- 63690261911
- ভাইরাল ভিডিও : রাম মসুলমান ছিলেন হিন্দু ছিলেন না : মদন মিত্র।।1
- রোমান স্ক্রিপ্টের দাবিতে বিশাল মশাল মিছিল ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি এবং পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাঘাটির বাজারে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি শুরু হয় দয়ারাম স্কুলের সংলগ্ন তিপ্রা মথা দলের দলীয় অফিসের সামনে থেকে। সেখান থেকে মিছিলটি গোলাঘাটির মোটর স্ট্যান্ড, বাজার, চৌমুহনি পরিক্রমা করে পুনরায় তিপ্রা মথা দলের পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্ব আমতলী গোলাঘাটির এম ডি সি উমাশঙ্কর দেববর্মা ও রাকেশ দেববর্মা জানান, ককবরক ভাষাকে রোমান হরফে লেখার দাবি দীর্ঘদিনের এবং শিক্ষাক্ষেত্রে এর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে করা হলে ছাত্রছাত্রীদের উপকার হবে বলে তারা দাবি করেন।1
- Post by Gouranga Majumder1
- রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে বাৎসরিক রক্তদান শিবিরের ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠান ।1