স্ত্রীকে খুনের অভিযোগে বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে আটক চাকরিচ্যুত শিক্ষক স্বামী স্ত্রীর মৃত্যুতে সন্দেহের নিশানায় ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক স্বামী।বিশ্রামগঞ্জ বিবেকানন্দ পল্লী রাজকুমার পাড়ায় চাকরিচ্যুত শিক্ষক রাহুল দেববর্মার স্ত্রী রেখা দেববর্মার রহস্য জনকভাবে মৃতদেহ উদ্ধার হয় নিজ ঘরে। সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর বিশ্রামগঞ্জ থানার পুলিশ ওসি অজিত দেববর্মা সহ TSR ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসেন।তার আগে মৃতার স্বামী রাহুল দেববর্মাকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।মৃতদেহ নামিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ময়নাতদন্তের পর রেখা দেববর্মার মৃতদেহ তুলে দেয়া হবে পরিবারের হাতে। মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেদের অভিযোগ স্বামী পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করেছে।গৃহবধূ মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমিকে তিনি বিস্তারিত জানান সিপাহীজলার জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা।জানাযায় কোন এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিলো স্বামীর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বহুবার সাংসারিক ঝামেলা তৈরি হয়।তাদের রয়েছে ১২ বছর একমাত্র ছেলে সন্তান অঙ্কিত দেববর্মা সে টাকারজল নবোদয় স্কুলে পড়াশোনা করে।এই মুহূর্তে শোকস্তব্ধ পরিবার সহ ঘোটা এলাকা।
স্ত্রীকে খুনের অভিযোগে বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে আটক চাকরিচ্যুত শিক্ষক স্বামী স্ত্রীর মৃত্যুতে সন্দেহের নিশানায় ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক স্বামী।বিশ্রামগঞ্জ বিবেকানন্দ পল্লী রাজকুমার পাড়ায় চাকরিচ্যুত শিক্ষক রাহুল দেববর্মার স্ত্রী রেখা দেববর্মার রহস্য জনকভাবে মৃতদেহ উদ্ধার হয় নিজ ঘরে। সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর বিশ্রামগঞ্জ থানার পুলিশ ওসি অজিত দেববর্মা সহ TSR ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসেন।তার আগে মৃতার স্বামী রাহুল দেববর্মাকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।মৃতদেহ নামিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ময়নাতদন্তের পর রেখা দেববর্মার মৃতদেহ তুলে দেয়া হবে পরিবারের হাতে। মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেদের অভিযোগ স্বামী পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করেছে।গৃহবধূ মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমিকে তিনি বিস্তারিত জানান সিপাহীজলার জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা।জানাযায় কোন এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিলো স্বামীর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বহুবার সাংসারিক ঝামেলা তৈরি হয়।তাদের রয়েছে ১২ বছর একমাত্র ছেলে সন্তান অঙ্কিত দেববর্মা সে টাকারজল নবোদয় স্কুলে পড়াশোনা করে।এই মুহূর্তে শোকস্তব্ধ পরিবার সহ ঘোটা এলাকা।
- Kebir SkMurshidabad, West BengalNepal koboron 9 September
- User8914Udaipur, Gomati😡on 6 September
- User6416West Bengal👏on 5 September
- User6745Sitai, Coochbehar😤on 3 September
- Hoi mjuzjiKhowai, Tripura😂on 3 September
- Hoi mjuzjiKhowai, Tripura😂on 3 September
- Hoi mjuzjiKhowai, Tripura😂on 3 September
- আজ **১৬ ডিসেম্বর ২০২৫** তারিখে সিপাহীজলা জেলার পুলিশ সুপার **শ্রী বিজয় দেববর্মা, আইপিএস**-এর সভাপতিত্বে **এসপি অফিস কমপ্লেক্সে** একটি গুরুত্বপূর্ণ **জেলা অপরাধ সম্মেলন** অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে **অ্যাডিশনাল এসপি**, **এসডিপিও**, বিভিন্ন থানার **ওসি**, সিনিয়র পুলিশ আধিকারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলায় **অপরাধ ব্যবস্থাপনা**, **আইনশৃঙ্খলা পরিস্থিতি**, **দৃশ্যমান পুলিশিং জোরদার করা**, সাম্প্রতিক **অপরাধ পর্যালোচনা** এবং **সড়ক দুর্ঘটনা (RTA) সংক্রান্ত সমস্যা ও প্রতিরোধমূলক ব্যবস্থা** নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার সংশ্লিষ্ট সকল আধিকারিককে আরও সক্রিয় ও জনমুখী পুলিশিংয়ের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। এই ধরনের সম্মেলনের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করা হয়। **1
- Post by User16261
- Post by Iťž Nadia sangbad YouTube1
- Post by Rahul Badshah7
- জয় jogonnath1
- Post by Success Computer Institute1
- শিশুদের ভিটামিনেও মাকড়সা ! সিল করা ঔষধের শিশির মধ্যে মাকড়সা কি ভাবে ? চাঞ্চল্য তারকেশ্বরে। #newsupdate #hooghly #Tarakeswar #tdbangla1
- উত্তর জেলা পুলিশের বিশাল সাফল্য।** রাজ্য গোয়েন্দা দপ্তরের গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আড়াই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ধর্মনগর থানার পুলিশ। এই ঘটনায় তিনজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন— উদয়পুর–কাকড়াবান এলাকার বাসিন্দা আফিয়া বেগম ও অংকুরি বিবি এবং সোনামুড়া এলাকার বাসিন্দা মাফিয়া বেগম। তিনজনেরই বয়স প্রায় ৬০ বছরের কাছাকাছি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। **শুনুন, এ বিষয়ে কী বলছেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই।** -1