*জগাইবাড়ী মাদ্রাসায় শিক্ষক দিবস উদযাপন* শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বিশেষ দিন । শুক্রবার সারা দেশ ও রাজ্যের সাথে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার ছাত্র সংসদ আঞ্জুমানে তৈয়ীবিয়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস। এদিন আঞ্জুমানে তৈয়ীবিয়ার পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকদেরকে ডায়রি, কলম, জলের বোতল এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করে ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করলেই পরিপূর্ণ শিক্ষিত হতে পারবে বলে মত প্রকাশ করেন অতিথিরা। জম্পুইজলা মহকুমার একমাত্র ক্বাওমী বেসরকারি মাদ্রাসা হচ্ছে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসা। মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বিশিষ্টজনেরা। মাদ্রাসা ছাত্রদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জম্পুইজলা মহকুমা ওয়াকফ কমিটির প্রাক্তন সম্পাদক বিল্লাল মিঞা, বিশিষ্ট সমাজসেবী খলিল মিঞা, দুদু মিঞা, সজল মিঞা, হানিফ মিঞা, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা এমরান হোসেন, মাদ্রাসার শিক্ষক হাফিজ সফিউল্লাহ সহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা জাকির হোসাইন আলজলিলী।
*জগাইবাড়ী মাদ্রাসায় শিক্ষক দিবস উদযাপন* শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বিশেষ দিন । শুক্রবার সারা দেশ ও রাজ্যের সাথে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার ছাত্র সংসদ আঞ্জুমানে তৈয়ীবিয়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস। এদিন আঞ্জুমানে তৈয়ীবিয়ার পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকদেরকে ডায়রি, কলম, জলের বোতল এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করে ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করলেই পরিপূর্ণ শিক্ষিত হতে পারবে বলে মত প্রকাশ করেন অতিথিরা। জম্পুইজলা মহকুমার একমাত্র ক্বাওমী বেসরকারি মাদ্রাসা হচ্ছে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসা। মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বিশিষ্টজনেরা। মাদ্রাসা ছাত্রদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জম্পুইজলা মহকুমা ওয়াকফ কমিটির প্রাক্তন সম্পাদক বিল্লাল মিঞা, বিশিষ্ট সমাজসেবী খলিল মিঞা, দুদু মিঞা, সজল মিঞা, হানিফ মিঞা, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা এমরান হোসেন, মাদ্রাসার শিক্ষক হাফিজ সফিউল্লাহ সহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা জাকির হোসাইন আলজলিলী।
- User3492Dharmanagar, North Tripura😂on 8 September
- Post by Gouranga Majumder1
- রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে বাৎসরিক রক্তদান শিবিরের ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠান ।1
- ভরতপুর-২ ব্লকে পথশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ের সূচনা : তিনটে গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের নতুন জোয়ার1
- Post by Artist Satyam1
- বিশেষ সক্ষম যুবক যুবতীর বিবাহ বন্ধনে তোলপাড় নেট দুনিয়া, আশীর্বাদের ঝড় উঠেছে নব দম্পতির জন্য, দেখুন সেই চিত্র1
- বউ ছেলের হাতে মায়ের খুন জগন্নাথপুর1
- রোমান স্ক্রিপ্টের দাবিতে বিশাল মশাল মিছিল ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি এবং পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাঘাটির বাজারে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি শুরু হয় দয়ারাম স্কুলের সংলগ্ন তিপ্রা মথা দলের দলীয় অফিসের সামনে থেকে। সেখান থেকে মিছিলটি গোলাঘাটির মোটর স্ট্যান্ড, বাজার, চৌমুহনি পরিক্রমা করে পুনরায় তিপ্রা মথা দলের পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্ব আমতলী গোলাঘাটির এম ডি সি উমাশঙ্কর দেববর্মা ও রাকেশ দেববর্মা জানান, ককবরক ভাষাকে রোমান হরফে লেখার দাবি দীর্ঘদিনের এবং শিক্ষাক্ষেত্রে এর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে করা হলে ছাত্রছাত্রীদের উপকার হবে বলে তারা দাবি করেন।1
- ভরতপুরে পথশ্রী প্রকল্পের জয়গান : তালগ্রামে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার শুভ উদ্বোধন1
- Post by Artist Satyam1