*অপহতা দুই নাবালিকা উদ্ধার,অপহরণকারীদের গ্রেফতার করে আসাম থেকে রাজ্যে নিয়ে আসে ত্রিপুরা পুলিশ* জানাগেছে গত শনিবার কাঞ্চনমালা এলাকার এক হিন্দু এবং এক মুসলিম নাবালিকা মেয়ে অপহরণ হয়।হিন্দু নাবালিকাকে খয়েরপুর জব্বর মিয়ার ছেলে সাগর মিয়া হিন্দু নাবালিকা মেয়েটিকে এবং কাঞ্চনমালা এলাকার জলফু মিয়া মুসলিম নাবালিকা মেয়েটিকে জোরপূর্ব অপহরণ করে নিয়ে যায়। ঘটনা একই দিনে একই সময়ে।এদিকে জলফু মিয়া বিবাহিত যুবক যদিও তার স্ত্রী পর পুরুষের হাত ধরে দীর্ঘদিন আগেই পালিয়ে গিয়েছিলো।ঘটনার পর দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় জানানো হয়।ওসি পরিতোষ দাসের বিশেষ তৎপরতায় তাদেরকে প্রথমে গুহাটির জোড়াবাট ফাঁড়ি থানার পুলিশ আটক করে।পরে আমতলী থানার পুলিশ গোহাটি থেকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বিমান যুগে দুই নাবালিকা সহ অপহরণকারী জলফু মিয়া ও সাগর মিয়াকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে আসা হয়। এদিকে অপহরণ হয়ে যাওয়া দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলী থানায় অপহরণকারীদের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে।বর্তমানে দুই অপহরণকারী আমতলী থানার লকাপে রয়েছে। এদিকে এই অপহরণের ঘটনায় দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন দুই অপহরণকারীর যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। আমতলী থানা সূত্রে জানা যাচ্ছে এই মামলায় পরবর্তী সময়ে পক্সো আইনও লাগতে পারে।
*অপহতা দুই নাবালিকা উদ্ধার,অপহরণকারীদের গ্রেফতার করে আসাম থেকে রাজ্যে নিয়ে আসে ত্রিপুরা পুলিশ* জানাগেছে গত শনিবার কাঞ্চনমালা এলাকার এক হিন্দু এবং এক মুসলিম নাবালিকা মেয়ে অপহরণ হয়।হিন্দু নাবালিকাকে খয়েরপুর জব্বর মিয়ার ছেলে সাগর মিয়া হিন্দু নাবালিকা মেয়েটিকে এবং কাঞ্চনমালা এলাকার জলফু মিয়া মুসলিম নাবালিকা মেয়েটিকে জোরপূর্ব অপহরণ করে নিয়ে যায়। ঘটনা একই দিনে একই সময়ে।এদিকে জলফু মিয়া বিবাহিত যুবক যদিও তার স্ত্রী পর পুরুষের হাত ধরে দীর্ঘদিন আগেই পালিয়ে গিয়েছিলো।ঘটনার পর দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় জানানো হয়।ওসি পরিতোষ দাসের বিশেষ তৎপরতায় তাদেরকে প্রথমে গুহাটির জোড়াবাট ফাঁড়ি থানার পুলিশ আটক করে।পরে আমতলী থানার পুলিশ গোহাটি থেকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বিমান যুগে দুই নাবালিকা সহ অপহরণকারী জলফু মিয়া ও সাগর মিয়াকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে আসা হয়। এদিকে অপহরণ হয়ে যাওয়া দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলী থানায় অপহরণকারীদের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে।বর্তমানে দুই অপহরণকারী আমতলী থানার লকাপে রয়েছে। এদিকে এই অপহরণের ঘটনায় দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন দুই অপহরণকারীর যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। আমতলী থানা সূত্রে জানা যাচ্ছে এই মামলায় পরবর্তী সময়ে পক্সো আইনও লাগতে পারে।
- RBRakesh BiswasKhowai, Tripura😡on 7 September
- MHMarsud hossainNagrakata, Jalpaiguri😂on 7 September
- K3 Srinivas13Sonamura, Sepahijala🙏on 3 September
- শহরের উপকণ্ঠে নৃশংসভাবে খুন।অভিযুক্ত নেত্রীর ছেলে সহ চারজন।আমতলি থানাধীন বাবুল চৌমুহনীর পশ্চিম দূর্গাপূরের সুব্রত চৌধুরীকে তার বাড়ির সামনে খুন করা হয়।অভিযুক্তদের নাম নিন্টু চক্রবর্তী,শঙ্কু চক্রবর্তী এবং প্রিয়তোষ চৌধুরী।চতুর্থ জনের পরিচয় জানা যায়নি।1
- Post by User16261
- Post by Sanjit Sarkar1
- Post by Bangla news1
- যুবভারতী স্টেডিয়ামে মেসিকে ঘিরে গোটা বিশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।তিনি বলেন, 'সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, কোনও মন্তব্য করবো না।1
- just chilled company Kolkata AC fridge washing machine micro oven geyser chimany All Electronics Repair & Home Service WhatsApp & Call Us ☎️8️⃣8️⃣2️⃣0️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1
- Post by User16261
- খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার1
- প্রতি বছরের মতো এবারও মালদার আইহো ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় শ্রীশ্রী শনি মহারাজের বাৎসরিক পুজো আরাধনা হয়ে গেল মহা ধুমধামে। যাকে কেন্দ্র করে এদিন মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ঢাকঢোল, পুরোহিতের পুণ্য মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পুজোয় সামিল হন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ অন্যান্যরা।1